এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সাথে আলোচনা সভা এবং দো’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন অধ্যক্ষ আক্কাস আলী মেয়র বিরামপুর পৌরসভা। উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার,ওসি তদন্ত মমিনুল ইসলাম,উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুস সালামসহ প্রমুখ গন। এছাড়াও সুধীজন অত্র উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণ,রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এক মনোগ্য ডিসপ্লে প্রদর্শন করেন।