মামুনুর রশিদ মামুনঃ দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে আজ রবিবার (৩১ মার্চ) উপজেলা জাতীয় পার্টির আয়োজনে রামপুর ইউনিয়নের বাসুপাড়ায় জাতীয় পার্টির ব্যবস্থাপনায়, এক মত বিনিময় সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। বক্তব্য দেন আব্দুল মান্নান,
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল এম আনছারুল আজাদ। আসন্ন উপজেলা নির্বাচনে মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি তুলে ধরে বক্তারা বলেন, এই নির্বাচনে কাজী আব্দুল গফুর এর হাত কে শক্তিশালী করে নির্বাচিত করার দৃড় প্রতিজ্ঞ ও অঙ্গিকার করেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের জাতীয় মনিরুল হাসান। উপজেলা জাতীয় পার্টির ছাত্র সমাজের আহবায়ক জীবন পালসহ
জাতীয় পার্টির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীগন।
ইফতার এর মধ্য দিয়ে সংক্ষিপ্ত সভার সমাপ্ত করা হয়।