স্টাফ রিপোর্টারঃ শহীদুল ইসলাম শহীদ
পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন ২৯গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ)আসনের সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার এমপি।
এক বিবৃতিতে এমপি নিগার বলেন, “এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে চলছে শান্তির অনাবিল সুবাতাস। দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। যাতায়াত করছে নির্বিঘ্নে।
সুন্দরগঞ্জ উপজেলাসহ দেশের মুসলিম উম্মাহর সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার এমপি বলেন- রমজান এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের, সকল মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা।
সবাই ঈদ আনন্দ উদ্দীপনা সাথে পালন করবেন তা জানিয়েছেন। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম উম্মাহর দেশ। এদেশে সবসময় মুসলিম উম্মাহর উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাক্বওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নেই।
বর্তমানে দেশে নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঈদ উপহার চালসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে।
প্রিয় সুন্দরগঞ্জবাসীকে আমার নিজের পক্ষ থেকে আমি সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।