শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর জাতীয় পাটির সভাপতি মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু এর পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারি সেকেন্দার আলী সরকার (৮৫) বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য অবস্থায় সোমবার বিকালে রংপুর ডক্টরস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……………রাজেউন)। মুত্যুকালে তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পৌরসভাস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশসহ জানাজায় উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক সাংসদ ও জাপা নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মো. আব্দুর রশিদ সরকার, মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, থানার ওসি মো. মাহবুব আলম, জেলা জাতীয় পাটির সভাপতি সরোয়ার হোসেন শাহিন, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা মো. আবুল হোসেন উপজেলা, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা, সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও সাংবাদিকগণ। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের মাগফিরাত কামনা করেছেন।