বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন(বিপিডিএ) এর আয়োজনে এবং সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব এর সার্বিক সহযোগিতায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে প্যারামেডিক্স ডেভলপমেন্ট ট্রেইনিং এর সনদ প্রদান অনুষ্ঠান সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাবে অনুষ্ঠিত হয়েছে।
বিপিডিএ’র মহাসচিব, বিপিডিএ হেলথ্ এডুকেশন এন্ড টেকনোলজি লিঃ এর চেয়ারম্যান ও সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব এর পরিচালক মোঃ রাকিবুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ডাঃ এইচ এম নাজমুল আহসান, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ফারজানা আহসান সহ বিশেষজ্ঞ ডাক্তার গণ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিপিডিএ’র সাংগঠনিক সম্পাদক এমএ রহিম মিয়া, বিপিডিএ’র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, বিপিডিএ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব গোলাম সারোয়ার, রংপুর বিভাগীয় সংগঠক এমএ রাজ্জাক, তানভির হোসেন, আশরাফুল ইসলাম, বিদ্যুৎ চন্দ্র বর্মন সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেক বিপিডিএ ফিজিশিয়ান সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।