সোহেল রানা পীরগাছা (রংপুর)
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শাহ্ মো: শারেখ খন্দকার জয় বিপুল ভোটে মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৩ ভোট।
বুধবার (৮মে) রাতে পীরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারুক আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত হয়ে শারেখ খন্দকার জয় বলেন, পীরগাছা উপজেলার মানুষ আমাকে ভালোবাসে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে এজন্য উপজেলা বাসীর কাছে আমি কৃতজ্ঞ। আগামীতে সমৃদ্ধ ও স্মার্ট পীরগাছা উপজেলা গড়তে কাজ করে যেতে চাই।