সাইফুল ইসলাম বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে মাইক্রোবাসএবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের রহিমপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা বেগম(৩০) ও মেয়ে রোকাইয়া খাতুন (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, সকালে নিজ বাড়ি থেকে চার্জার ভ্যানে করে ৫ বছরের শিশু রোকাইয়া তার বাবা-মার সঙ্গে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যায়। এরপর দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ্য মেয়েকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের রহিমপুর জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস ও অটোরিকশার জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে।