চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে আব্দুল্যাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি গতকাল ১০ এপ্রিল সোমবার সন্ধ্যায় উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়ায় ঘটেছে। নিহত আব্দুল্যাহ ওইপাড়ার মাসুদ রানার ছেলে।
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল বেলা শিশু আব্দুল্যাহ বাড়িতে খেলা করছিল। কোন এক সময় সে বাড়ির বাইরে যায় এবং পুকুরের পানির মধ্যে পড়ে গিয়ে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির লোকজন ওইপুকুরে আব্দুল্যাহর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়।
স্থানীয় ইউপি সদস্য আজাহার আলী শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।