নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি পুন্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ – ২ মৌসুমে পেঁয়াজ, মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মিজানুর রহমান, এসএপিপিও সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, ফরহাদ মিয়া, হাসান তারিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, সাংবাদিক আবু বক্কর, আনিসুর রহমার আগুন, জয়ন্ত সাহা যতন প্রমুখ।
এরপর কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অথিতিরা।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ শত ৪০ জন কৃষককে পেঁয়াজ ও মাসকালাই বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষাবাদের জন্য সার-বীজ দেয়া হয়।