সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
‘জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ‘বড়াল সভা’ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম লেলিন প্রমুখ।
আলোচনা সভায় সকল ইউপি সচিব, হিসাব সহকারী, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।