অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কামরুল হাসান, নিজস্ব প্রতিবেদক-
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সব সময় সবার পাশে আছে মায়াবী চোখ (স্বেচ্ছাসেবী সংগঠন) প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপজেলার হরিপুর ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
সুন্দরগঞ্জের মায়াবী চোখ স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৪এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ২১ টি অসহায় কর্মহীন পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, চিনি, খাঁটি গাভীর দুধ, মুড়ি।
এ সময় উপস্থিত ছিলেন, মায়াবী চোখ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুল হাসান, মায়াবী চোখ স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক মোঃ আমজাদ হোসেন, শাহিদুল ইসলাম, নুরনবী,বাদল মিয়া,হারুন মিয়া আলমগীর এবং গনমাধ্যম কর্মীসহ আরো অনেকেই।
পরে ঈদ সামগ্রী বিতরণ শেষে, মায়াবী চোখ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুল হাসান বলেন,ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীতে আপনারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। সকলের প্রতি দোয়া ও ভালবাসা রইল। আমাদের এই কর্মসূচি চলমান, উপজেলার প্রতিটি ইউনিয়নে আমরা পর্যায় ক্রমে কাজ করবো।তাই সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।