পলাশবাড়ীর কিশোরগাড়ীতে অবাধে চলছে বালু ব্যবসা চলাচলের অযোগ্য রাস্তাঘাট
মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:
পলাশবাড়ীর কিশোরগাড়ীতে অবাধে চলছে বালু ব্যবসা। চলাচলে অযোগ্য হয়ে পড়েছে গ্রামীণ কাঁচা রাস্তা সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
সরেজমিনে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে চিহ্নিত বালু ব্যবসায়ী মামুন মিয়া ও একই গ্রামের ইমার আলীর পুত্র শফিউল ইসলাম যৌথভাবে বালু ব্যবসায়ী মামুন মিয়ার বাড়ীর পার্শ্বে করতোয়া নদী থেকে শ্যালোমেশিন দিয়ে দীর্ঘদিন থেকে কৌশলে বালু উত্তোলন করে বালু ব্যবসা অব্যাহত রেখেছে। বালু ব্যবসার একমাত্র যানবাহন ট্রাক্টর (কাকড়া) যাতায়াতের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ গ্রামীণ কাঁচা রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সেই সাথে সেই সাথে আবাদি জমি নদী গর্ভে।
এলাকাবাসী বালু ব্যবসা বন্ধের জন্য মৌখিকভাবে নিষেধ করলেও চিহ্নিত বালু ব্যবসায়ীরা ব্যক্তি প্রভাব খাটিয়ে বিভিন্ন কৌশল দিনে অথবা রাতে শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। #
এলাকাবাসী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ গ্রামীণ কাঁচা রাস্তা রক্ষার্থে বালু উত্তোলন ও ব্যবসা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।#