পলাশবাড়ী পৌর যুবলীগের উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরন
মিলন মন্ডল, পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবলীগের উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে।
১৬ এপ্রিল রোববার বিকেলে পলাশবাড়ী রওশন আজাদ এন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এরআগে পলাশবাড়ী পৌর যুবলীগ নেতা তৌফিক আহম্মেদ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি অধ্যক্ষ হাসান রাসেল মাহামুদ তাপস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মাইদুল ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক,যুবলীগ নেতা ওবায়েদ তয়ন, সাজেদুর রহমান,আবু সামস সরকার, জেলারুল ইসলাম, ফিরোজ ও সাব্বির।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবলীগ নেতা মোশফেকুর রহমান রাজীব।
আলোচনা শেষে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বি
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
তরন করা হয়।