বিরামপুর দিওড় ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ
এম,ডি রেজওয়ান আলী (দিনাজপুর) বিরামপুর প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুর দিওড় ইউনিয়নে হতদরিদ্র,অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন,দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। আজ ১৭ এপ্রিল দিনাজপুর বিরামপুর উপজেলাধীন ৪ নম্বর দিওড় ইউনিয়ন পরিষদে হতদরিদ্র,অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন,দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। উপস্থিত ছিলেন,উপজেলা ভারপ্রাপ্ত ট্যাগ অফিসার শুকতারা পারভীন,ওয়ার্ড সদস্য আজগর হোসেন (১) ও আজগর হোসেন (২),প্যানের চেয়ারম্যান মুক্তার হোসেন, সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় চার হাজার পাঁচ জন হতদরিদ্র,অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল নিম্ন আয়ের মানুষ হতদরিদ্র অসচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন। তিনি এলাকায় কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিক লক্ষ্য রেখে তিনি কাজ করছেন।