মিরকাদিম পৌরসভায় অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের মহড়া
মো: সুজন বেপারী – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় কমলাঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্যোগে জনসচেতনতামূলক অগ্নি-নির্বাপণ মহড়া ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল ) সকাল ১১ টায় মিরকাদিম পৌরসভার কার্যালয় স্থানে মাঠ প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও মিরকাদিম পৌর মেয়র জনাব হাজী আব্দুস সালাম এসময় সংসদ সদস্য মহোদয় ও পৌর মেয়র নিজ হাতে অগ্নি নির্বাপন করেন।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার এস এম, মনির কাউছার উপস্থিতিতে কর্মশালা ও ফায়ার ফাইটারদের মহড়া অনুষ্ঠিত হয়। মীরকাদিম পৌর কাউন্সিলর বৃন্দ সকল স্তরের কর্মকতা, কর্মচারি ও সকল স্টাফসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং পুলিশ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।