গাজীপুর থেকে উত্তরাঞ্চলে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ।
মোঃ রস্তম আলী গাজীপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত চলছে স্পেশাল ট্রেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্পেশাল ট্রেনে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন বলে জানালেন স্টেশন মাস্টার।
ঈদ উপলক্ষে দুটি বিশেষ ট্রেন ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল উত্তরাঞ্চলে যাতায়াত করছে। এর মধ্যে একটি স্পেশাল ট্রেন চলছে জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে পঞ্চগড় পৌছায় বলে জানান জয়দেবপুর রেল স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম।
এ ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহারে যাত্রাবিরতি কর্বে। ট্রেনটিতে বিভিন্ন শ্রেণির ৬৬৮টি আসন রয়েছে। ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিলও ট্রেনটি যাত্রী পরিবহন করবে।
এছাড়া কমলাপুর স্টেশন থেকেও চিলাহাটি ঈদ স্পেশাল নামে আরেকটি বিশেষ ট্রেন ঢাকা থেকে পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত চলাচল করছে।
জয়দেবপুর রেল স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম আরও বলেন, বিশেষ ট্রেনের কারণে উত্তরাঞ্চলের যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছেন। অনলাইনে টিকিটে কেটে ট্রেনে ওঠায় স্টেশনে টিকিট কাটার কোনো ঝামেলা নেই। কেবলমাত্র ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে।
গাজীপুর থেকে ছেড়ে যাওয়া এ ট্রেনটি পোশাক শ্রমিকদের জন্য বিশেষ প্রাপ্তি বলে জানালেন পোশাক শ্রমিক সেলিনা বেগম। পঞ্চগড়ের এ বাসিন্দা বলেন, আগে ট্রেনে উঠতে হলে বিমানবন্দর অথবা কমলাপুর যেতে হতো। এখন গাজীপুর থেকেই ট্রেনে ওঠা যাবে। আর বাসে যাতায়াতের ঝামেলা এড়াতে এবার অনলাইনে তিনটি টিকিট কেটেছি।।